তারপর থাকতে না পেরে একদিন সকালে বলল,

তারপর থাকতে না পেরে একদিন সকালে বলল,

Author:
Price:

Read more

তারপর থাকতে না পেরে একদিন সকালে বলল, ইঁদুর ভায়া আজ আমি কিছু খাব না। আমার মাসতুতো ভাইয়ের অন্নপ্রাশন আর নামকরণ হবে আজ। মাসী খুব করে যেতে বলেছে। আর ভাইটাও দেখতে খুব সুন্দর। ধবধবে সাদা আর বাদামী ছোপ তার গায়ে।

0 Reviews