Read more
এক দিন এক'টা গাধা বনের মধ্যে চর ছিল। সে কচি কচি ঘাস খাছিল। হ্ঠাত সে একটা হিংস্র সিংহ দেখত পেল। সিংহটা গাধাটাকে খাবে বল্লে। সেই শুনে গাধাটা সিংহটা খুব ভয় পেয়ে গেলো। সিংহটার কেশর ও নখগুলো খুব ভয়ঙ্কর ছিল।
কিন্তূ গাধাটা খুব চালক ছিল। সে বলল প্রভু আমি যদি আমাকে আপনার সেবা দিতে পারি তাহলে নিজেকে গর্বিত বললে মনে করাব। কিনতু আমি আপনকে বলছি কি ভাবে গাধাদের খেতে হয়।প্রথমে পিছনের পা থেকে খাওয়া শুরু করতে হয়। এটার স্বাদ সবচেয়ে ভালো। সিংহটা তাকে বিশ্বাস করলো ও তার পিছনে চলে গেল। তখন গাধাটা তার মুখে জোরে একটা লাথি মারলো, সঙ্গে সঙ্গে সিংহটা ব্যথা পেয়ে মাটিতে পরে গেল। যতক্ষনে সে উঠলো ততক্ষনে গাধাটা অনেক দুরে পালিয়ে গেছে।
0 Reviews