Read more
‘পুরো খালি’—বিস্ময়ের দৃষ্টিতে ইঁদুর চিঁ
চিঁ করে উঠল।
তারপর নিজের মনেই পুরো খালি শব্দটা বারবার
আওড়াতে আওড়াতে ঘুমোতে গেল।
তারপর থেকে আর কোনদিন বিড়ালের অন্নপ্রাশনের
কোন নেমন্তন্ন এল না। শীতকাল এসে গেল। তারপর কয়েকদিন পড়ল বেশ জব্বর শীত। বরফ পড়তে
লাগল। কোথাও কোন খাবার নেই। কয়েকদিন না খেয়ে দু’জনেরই অবস্থা কাহিল। তখন ইঁদুর
বলল, চল না বিড়াল ভায়া সেই পাত্র থেকে একটু করে ঘি চেখে আসি। তাতে প্রাণটা বাঁচবে।
0 Reviews