প্রখমে  একটা গল্প দিয়ে শুরু করা যাক  Crows, Bholu, Golu, friends superiority, decided, challenge, better, flying, cotton balls

প্রখমে একটা গল্প দিয়ে শুরু করা যাক Crows, Bholu, Golu, friends superiority, decided, challenge, better, flying, cotton balls

Author:
Price:

Read more

প্রখমে  একটা গল্প দিয়ে শুরু করা যাক - গলু ও ভলু




কোনো এক সময় দুটো কাক, গলু ও ভলু  খুব ভালো বন্ধু ছিল. একদিন তারা নিজদের মধ্যে মারামারি শুরু করলো কে বেশি বড়. অতএব তারা ঠিক করলো একটা খেলা খেলবে। যে জিতবে সে হবে বড়. খেলাটা হলো এই যে, নিজেদের থলিতে কিছু  জিনিস ভরে ঠোটে করে আকাশে উড়তে হবে. যে অন্যের থেকে বেশি উচুতে উড়তে পারবে সেই জিতবে। গলু ছিল খুব চালক। সে তার নিজের থলিতে তুলো আর ভলুর থলিতে নুন ভরে দিল। তারপর শুরু হলো খেলা। গলু ভলুর থেকে অনেক উচুতে উড়ে গেল, কিন্তু ভলু কিছুতেই উচুতে উড়তে পারলো না কারণ তার থলি খুব ভারী ছিল। হঠাৎ সেইসময় শুরু হলো বৃষ্টি। তুলো জল টেনে নেয় আর নুন জলে গুলে যায়। ফলে ভলুর থলি অনেক হালকা হয়ে গেল গলুর থলে থেকে। তাই ভলু অনেক উচুতে উড়ে গেল গলুর থেকে। ভলু খেলা জিতে গেল। 



0 Reviews